কলারোয়ায় অস্বাভাবিক আকৃতির সন্তান জন্ম পাগলির

কলারোয়ায় অস্বাভাবিক আকৃতির সন্তান জন্ম পাগলির

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অস্বাভাবিক চেহারার একটি সন্তান জন্ম দিয়েছেন এক মানসিক প্রতিবন্ধী (পাগলি) নারী।

শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে অস্বাভাবিক চেহারার সন্তানের জন্ম দেন।

পাগলিটিকে স্থানীয় সবাই ময়না নামে চেনে। ভূমিষ্ঠের পর কিছু সময় বেঁচে ছিল ওই বাচ্চা। এদিকে অস্বাভাবিক চেহারার ওই বাচ্চাটিকে দেখতে স্কুল মাঠে ভিড় করছে এলাকাবাসী।

কাজীরহাট বাজারের ব্যবসায়ী লিটন জানান, পাগলিটি গত কয়েক বছর ধরে কাজীরহাটের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করত এই সুযোগে কোনো লম্পট তার এই ক্ষতি করেছে। বাচ্চাটি অপুষ্ট মাথাবিহীন এবং দেখতে ৪-৫ বছর বয়সের শিশুদের মতো আকৃতি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment