বিশ্বের প্রথম ফাইভ-জি ফোন নিয়ে এল স্যামসাং

বিশ্বের প্রথম ফাইভ-জি ফোন নিয়ে এল স্যামসাং

বিশ্বের প্রথম ফাইভ-জি সুবিধা সম্বলিত মোবাইল ফোন বাজারে ছেড়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার বাজারে শুক্রবার গ্যালাক্সি এস১০ ৫জি মুক্তি দেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার পুরো দেশজুড়ে বাণিজ্যিকভাবে ফাইভ-জি নেটওয়ার্ক সেবা চালু করে দক্ষিণ কোরিয়া। এর ফলে চীন, যুক্তরাষ্ট্র ও জাপানকে পেছনে ফেলে প্রথম ফাইভ-জি সমৃদ্ধ দেশ হওয়ার গৌরব অর্জন করে দেশটি।

প্রায় একই সময়ে ফাইভ-জি নেটওয়ার্কে কর্মক্ষম ফোন সেট বাজারে ছাড়ে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

অত্যন্ত দ্রুতগতির এই নতুন নেটওয়ার্কে এক সেকেন্ডেরও কম সময়ে পুরো মুভি ডাউনলোড করা জবে।

দক্ষিণ কোরিয়ার তিনটি মোবাইল ফোন সংস্থা এসকে টেলিকম, কেটি এবং এলজি ইউপ্লাস সিউলের বিভিন্ন জায়গায় গ্যালাক্সি এস১০’র মুক্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। ফোন সেটটির মুল্য নির্ধারণ করা হয়েছে ১,২০০ মার্কিন ডলার বা প্রায় এক লাখ টাকা।

মোবাইলের ইন্টারনেটের গতির সক্ষমতা তুলে ধরতে এসব অনুষ্ঠানে পরাবাস্তব প্রযুক্তি, এবং রোবটের প্রদর্শনীর আয়োজন করা হয়। নতুন গ্রাহকরা এই প্রযুক্তি দিয়ে খেলার ভিডিও এবং ইউনিভার্সিটি লেকচারের লাইভ স্ট্রিমিং করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment