নিকলী মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

 হিমেল আহমেদ, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

নিকলীতে আজ সোমবার ৮ই এপ্রিল ভোর বেলায় জোয়ানশাহী হাওরের মোজানল বিলে ছাঁই পেতে মাছ ধরার সময় বজ্রপাতে মোঃ বিল্লাল হোসেন (৩৮) নামের এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃষ্টিতে উজিয়ে উঠা মাছ ধরতে প্রায়ই হাওরে যেতেন মোঃ বিল্লাল মিয়া। প্রতিদিনের মতো আজও শখের বশে সে হাওরে ছ্ধাসঢ়;ঁই পেতে মাছ ধরতে গেলে, বজ্রপাতের শিকার হয় এবং ঘটনা স্থলেই সে মারা যায় । সে নিকলী সদরের পূর্বগ্রাম জাঙ্গীলহাটির মোঃ সোবান মিয়ার ছেলে। পেশাগত জীবনে সে একজন ইলেকট্রিশিয়ান ছিলেন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment