শুরু হতে যাচ্ছে মেয়েদের আইপিএল, ভেন্যু নির্ধারণ করে দিলো বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্ব মাতাচ্ছে ক্রিকেটাররা। বিশ্বের অন্যতম এ ফ্রাঞ্চাইজি লিগের জনপ্রিয়তার কারনে বিসিসিআই এবার নারীদের আইপিএলের স্বিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণার ব্যাপারে বৈঠকে বসতে গিয়ে মেয়েদের জন্য আইপিএলের ব্যাপারটি উঠে আসে। বিসিসিআই বলছে এবার হতে শুরু হতে পারে মেয়েদের আইপিএল।

মহিলাদের আইপিএল আয়োজন করার কথা জানিয়েছে ভারতীয় বোর্ড। তবে সেটাকে মিনি আইপিএল বলাই যথাযথ হবে। কারণ, মাত্র তিনটি দলকে নিয়ে আয়োজিত হবে আইপিএল। মোট ম্যাচ হবে চারটি। রাত আটটা থেকেই দেখানো হবে ম্যাচগুলি। একটি ম্যাচ হবে বিশাখাপত্তনমে। বাকি ম্যাচগুলি হবে বেঙ্গালুরুতে। ম্যাচের তারিখ নিয়ে এখনও পাকাপাকি কিছু জানায়নি বোর্ড।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment