ধোনি ম্যাজিকে বল চলে গেল স্টেডিয়ামের বাইরে (ভিডিও)

এমন রোমাঞ্চকর ম্যাচ সচরাচর দেখা যায় না। গতকাল রোববার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এম এস ধোনি যা করলেন তা সহজে ভুলবে না ক্রিকেট বিশ্ব।

কী হয়েছিল গতকাল রাতে? বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে টার্গেটে ব্যাটিং করছে চেন্নাই। শেষ ওভারে প্রয়োজন ২৬ রান। ব্যাটিং প্রান্তে আছেন ধোনি। বোলিংয়ে এলেন উমেশ যাদব।

চিন্নাস্বামি স্টেডিয়ামে জয়ের প্রহর গুনছিলেন আরসিবি ফ্যানরা। কিন্তু না, ধোনির ব্যাটিং দেখে শ্বাসরুদ্ধকর অবস্থা সকলের। হতবাক প্রতিপক্ষের অধিনায়ক কোহলিও।

শেষ ওভারে ২৬ রান হলে জয়, ২৫ রান হলে ড্র। এমন সমীকরণে ধোনি তুললেন ২৪ রান! শেষ বলে দুই রানের প্র‍য়োজন থাকলেও ১ রানও নিতে না পারায় ১ রানে হার দিয়ে মাঠ ছাড়তে হয়।

উমেশ যাদবের প্রথম বলে চার দিয়ে শুরু করেন। দ্বিতীয় বলে দুর্দান্ত ছয়। যা চলে যায় একেবারে স্টেডিয়ামের বাইরে। তৃতীয় বলে আবার ছয়। চতুর্থ বলে দুই রান। পঞ্চম বলে আবার ছয় মেরে চলে এলেন ধোনি দলকে নিয়ে এলেন জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু না, শেষ বলে কোনো রান নিতে না পারায় শেষ পর্যন্ত হারতে হলো চেন্নাইকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment