বিশ্বকাপের সর্বকালের সেরা অধিনায়ক ইমরান খান

বিশ্বকাপের সর্বকালের সেরা অধিনায়ক ইমরান খান

স্মার্টফোন চুরি যাওয়ায় সাংবাদিকদের আটকে রেখে তল্লাশি শমী কায়সারের!

বিশ্বকাপের সর্বকালের সেরা অধিনায়ক ইমরান খান। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জিতে নেয় পাকিস্তান। বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বিশ্ববিখ্যাত স্পোর্টস গণমাধ্যম ইএসপিএন সম্প্রতি সর্বকালের সেরা ক্রিকেটারদের বাছাই করে বিশ্বকাপের বিশ্বসেরা একাদশ ঘোষণা করেছে। আর সেই দলের বিশ্বকাপের সর্বকালের সেরা অধিনায়ক নির্বাচিত করা হয় ইমরান খানকে।

বিশ্বকাপের সর্বকালের সেরা ওই একাদশে জায়গা হয়নি বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের।

বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশের ছবি পোস্ট করে টুইট করেছে ইএসপিএন।

সর্বকালের সেরা বিশ্ব একাদশে আছেন প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার। উইকেটকিপার ব্যাটসম্যানের দায়িত্বে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টকে।

ইএসপিএনের চোখে বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ

ইমরান খান (পাকিস্তান), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), শচীন টেন্ডুলকার (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ভিভ রিচার্ড (ওয়েস্ট ইন্ডিজ), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), ল্যান্স কুলুঞ্জার (দক্ষিণ আফ্রিকা), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), মুত্তিয়া মুরালিধরান (শ্রীলংকা) ও গ্ল্যান ম্যাগ্রা (অস্ট্রেলিয়া)।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment