নবাবগঞ্জে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন মঞ্জুকে বরণ অনুষ্ঠান ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তোফাজ্জল হোসেনের বিদায় অনুষ্ঠান করা হয়েছে। একই সাথে বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল আমীনকেও বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার রাতে উপজেলা সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমুসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনিতিক, সাংবাদিক ও সুশিল সমাজের কর্তারা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment