বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিল আটক

 মামুন মোল্লা,চুয়াডাঙ্গা

 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মেমনগর গ্রামের মেমনগর ইটভাটা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মোখলেছুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যাগভর্তি মালামাল উদ্ধার করে।এমতাবস্থায় ব্যাগের মুখ খুলে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান দর্শনার মেমনগর সীমান্ত এলাকায় বিজিবি টহলকালে মাদক পাচার কারিরা টের একটি ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। সে সময় ওই ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য উনিশ হাজার দুইশত টাকা। তিনি জানান উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment