নবাবগঞ্জে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শোভাযাত্রা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

মহান মে দিবসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি কায়কোবাদ চত্তর প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফিরে আসে। এতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছাড়াও উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড করম আলী, ঢাকা জেলার সভাপতি আব্দুল বারেক, নবাবগঞ্জ উপজেলার সম্পাদক আব্দুল জলিল, ঢাকা জেলার সদস্য কমরেড সাঈদ, নবাবগঞ্জ উপজেলা সদস্য ডা. সুধির বিশ্বাস, ইঞ্জিনিয়ার রুহিদাস হালদার, বাবুলাল মন্ডল, শেখ চঞ্চল, নবাবগঞ্জ উপজেলা সিএনজি চালক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ বিভিন্ন পরিবহনের চালক, শ্রমিকরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment