তিউনিসিয়ায় নৌকাডুবি: নিহত ৬৫, অধিকাংশ বাংলাদেশি

তিউনিসিয়ায় নৌকাডুবি: নিহত ৬৫, অধিকাংশ বাংলাদেশি

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলে শুক্রবার ভয়াবহ নৌকাডুবিতে ৬৫ জনের মতো প্রাণ হারিয়েছে। নিহতদের অনেকেই বাংলাদেশি। আর জীবিত উদ্ধার ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশি। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে ।

তিউনিশিয়ার রাজধানী তিউনিস থেকে ২৭০ কিলোমিটার দূরে নৌকা ডুবির ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তিউনিশিয়ার নৌবাহিনী।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম নৌকাডুবির এই ঘটনাকে ভূমধ্যসাগরে ‘আরেকটি মর্মান্তিক ঘটনা’ আখ্যা দিয়েছে। নৌকাটি পার্শ্ববর্তী দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ছেড়ে এসেছিল বলে জানায় আইওএম।

নৌকাটিতে ঠিক কতজন বাংলাদেশি বা কোন দেশের কতজন নাগরিক ছিল তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নৌকাডুবির শিকার যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment