দোহারে জয়পাড়া বাজারের বর্জ্য খালে! দূষিত হচ্ছে পরিবেশ

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি:

সময়ের আবর্তনে এবং কালের পরিবর্তনের সাথে সাথে দোহার উপজেলার প্রানকেন্দ্র জয়পাড়া খালে ফেলা হচ্ছে বর্জ্য।নিত্যদিন জয়পাড়া বাজারের ময়লা ও বর্জ্য ব্রীজের নিচে খালেরর পানিতে ফেলে পরিবেশকে নোংরা ও দুষিত করে চলছে। উপজেলা পরিষদ প্রশাসন ও পৌরসভার কোন নিষেধই মানছেন না তারা। অনুসন্ধানীতে দেখা যায় দোহার উপজেলার পদ্মা নদীর শাখা সাহেবখালী খালের জয়পাড়া ব্রীজের নিচ দিয়ে বয়ে চলছে পদ্মা নদীর শাখা খাল সাহেবখালী খাল বয়ে চলছে।এই খালের পানিতে জয়পাড়ার সারা বাজারের মংলা-আবর্জনা,বর্জ্য ফেলা হচ্ছে। এই খালটির অনেক জায়গা ময়লা- আর্বজনা ও বর্জ্য ফেলার কারনে পানি চলাচলে প্রতিবন্দকতা ও পরিবেশ দুষিত হচ্ছে।এছাড়াও জবাইকৃত পশুর মল ও আবর্জনা পচেঁ দূর্গন্ধ ছড়াচ্ছে।সাধারন মানুষের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে।প্রত্যেকটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় পরিবেশ গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।এমনকি শিশু-কিশোরদের মানসিকতা বিকাশেও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ জরুরী।সম্প্রতি জয়পাড়া বাজার সংলগ্ন ব্রীজের নিচে ময়লা ফেলার প্রধান স্থান হয়ে দাড়িয়েছে।অনেক সময় আশপাশের বাসা বাড়ির ময়লাও নিক্ষেপ করতে দেখা যায়।ফলে এপথ দিয়ে চলাচলকারীরা অসুবিধা,দূর্গন্ধ ও দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও জয়পাড়ার চৌধূরীপাড়া খালের উপর ময়লা ফেলে ও স্থানীয়দেও দখলের ফলে ৩০ ফি%ট লম্বা খালটি ছোট একটা নালায় পরিনত হয়েছে।উপজেলা পরিষদ ও পৌরসভার কোন নিষেধই মানছেন না তারা।বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসন বিভিন্ন লঘু দন্ড জরিমানা করলেও নোংরা ও দুষিত’র হাত থেকে রক্ষা পাচ্ছে না শাখা খালটি।অনতিবিলম্বে কতৃপক্ষের নজরদারী বাড়াতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। এ বিয়য়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান,হাট-বাজার ইজারা প্রদান করেছে দোহার পৌরসভা কতৃপক্ষ।পৌরসভা কতৃপক্ষকে জয়পাড়া বাজারের ময়লা ও বর্জ্য ব্রীজের নিচে না ফেলে ময়লার ড্যাম্পিং তৈরী করার জন্য তাগাদা প্রদান করা হয়েছে।পৌরকতৃপক্ষ প্রস্তাবিত জায়গায় ড্যাম্পিং করলেই নোংরা ও দুষিত’র হাত থেকে রক্ষা করা যাবে। এ বিষয়ে দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান,ঢাকা-১ (দোহার- নবাবগঞ্জ) আসনের এমপি সালমান এফ রহমানের একান্ত প্রচেষ্টায় খাল রক্ষায় অনেকগুলি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।আশারাখি খুব দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে। এ বিষয়ে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন জানান, প্রত্যেকটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় পরিবেশ গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।এমনকি শিশু-কিশোরদের মানসিকতা বিকাশেও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ জরুরী।তাই অনতিবিলম্বে দূষন ও দখলের হাত থেকে খালগুলি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন