খাবারের প্রলোভন শিশুকে, পোলিং বুথ থেকে তুলে নিয়ে ধর্ষণ

পোলিং বুথের সামনে থেকে নাস্তা কেনার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক ব্যক্তি। গত রোববার ভারতের লোকসভার সপ্তম ও শেষ দফার ভোট চলাকালীন হিমাচল প্রদেশের কুলু জেলায় এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম দেবেন্দ্র সিং। তার বাড়ি ওই প্রদেশের ভরেশ গ্রামে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে স্কুলে পোলিং বুথ হয়েছিল তারই মেঝেতে বসে খেলা করছিল শিশুটি। অবশ্য শিশুটি যখন খেলা করছিল, তখন মাঠে কাজ করতে গিয়েছিলেন তার মা।

এই সুযোগে শিশুটিকে ১০ টাকার নোট দিয়ে নাস্তা কেনার প্রলোভন দেখায় ওই ব্যক্তি। এরপর শিশুটি দোকানে যাওয়া মাত্রই তাকে কোলে তুলে পাশের পরিত্যক্ত বহুতল ভবনে নিয়ে ধর্ষণ করে।

শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আপনি আরও পড়তে পারেন