বাংলাদেশের জয়কে অঘটন বলছে ভারতীয় মিডিয়া!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করলেও টাইগারদের এই পারফরম্যান্স যেন মেনে নিতে নারাজ ভারতীয় মিডিয়া। ম্যাচের ফলটাকে অঘটন হিসেবে উল্লেখ করেছে দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম।

ওভালের কেনিংটন ওভালে রোববার প্রোটিয়াদের ২১ রানের হারায় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং করে ছয় উইকেটে ৩৩০ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ৮ উইকেটে ৩০৯ রান করতে পারে দক্ষিণ আফ্রিকা। ২১ রানের জয়োল্লাসে মাতে মাশরাফীবাহিনী।

বাংলাদেশের রোমাঞ্চকর ২১ রানের জয়টিকে অঘটন হিসেবে দেখছে ভারতের অনেক সংবাদ মাধ্যম। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ‘হিউজ আপসেট’ শিরোপানাম দিয়ে সংবাদ ছাপিয়েছে; ‘বিগ আপসেট’ বলেছে দেশটির ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ফার্স্ট ক্রিকেট।

কলকাতা টুয়েন্টিফোর লিখেছে, উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর এবার বাংলাদেশর মতো খাতায়-কলমে দুর্বল দলের কাছে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা।

আপনি আরও পড়তে পারেন