নওগাঁয় বাঁশের যোজিত পণ্য তৈরীর কৌশল বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁয়  বাঁশের যোজিত পণ্য তৈরীর কৌশল্ বিষয়ক ২ দিনব্যাপিপ্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)চট্রগ্রাম আয়োজিত ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবারসকাল ১০টায় নওগাঁ জেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষন কর্মশালার উরদ্বাধন করা হয়। নওগাঁ জেলাবৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার ৩৫ জন সদস্যকে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হবে। এইকর্মশালার উদ্বোধন করেন নওগাঁ পৌর সভার সাবেক নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত। বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট ( বিএফআরআই) চট্টগ্রামের পরিচালক ড. খুরশীদ আক্তার এর সভাপতিত্বেএসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফরিদুল করিমতরফদার, সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, চট্টগ্রাম বিভাগীয়বন কর্মকতা মিসেস নসরত বেগম, নওগাঁ জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার সভাপতি মোঃমশিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, অর্থ সম্পাদক মোঃ হেলাল হোসেন প্রমুখ।প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন বিএফআরআই এর চট্টগ্রাম কাষ্ঠ সংরক্ষন বিভাগের রিসার্চঅফিসার আব্দুস সালাম ও ফিল্ড ইনভেষ্টিগেটর মোঃ রফিকুল ইসলাম।

আপনি আরও পড়তে পারেন