ইউনিভার্সেল হাসপাতালে রোগী মৃত্যুর ৫ দিন পর মৃত ঘোষণা!

রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মাত্রাতিরিক্ত ডায়ালাইসিসে রোগী মৃত্যুর ৫ দিন পর মৃত ঘোষণার অভিযোগ উঠেছে।

গেল মাসে কিডনিজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন শহীদুল ইসলাম। মাত্রাতিরিক্ত ডায়ালাইসিসের কারণে রোগী মারা গেলেও ৫ দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ তা স্বীকার করেছে বলে অভিযোগ স্বজনদের।

এদিকে রোগীর স্বজনদের অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ৩ দিন আগে রোগীর পরিবারের বিপক্ষে থানায় জিডির কথা জানা গেছে।

হাসপাতালের রেকর্ডে দেখা যায়, ২০ দিনে ২৩ বার ডায়ালাইসিস দেয়া হয়েছে কিডনি জটিলতায় মারা যাওয়া শহীদুল ইসলামের শরীরে। মৃত শহীদুল ইসলামের ছেলের অভিযোগ, মুনাফার লোভে উপর্যুপরি ডায়ালাইসিসেই প্রাণ হারিয়েছেন তার বাবা।

গেল মাসে কিডনিজনিত সমস্যা নিয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ষাটোর্ধ্ব শহীদুল ইসলাম। ভর্তির তিন দিন পর বিএসএমএমইউতে স্থানান্তর করতে চাইলেই শারীরিক অবস্থার অবনতির কথা বলে রোগীকে আইসিইউতে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর দফায় দফায় ডায়ালাইসিস বাবদ এক মাসেই বিল আসে দশ লক্ষাধিক টাকা। পরিবারের অভিযোগ, গেল সোমবার( ১৭ জুন) থেকে রোগীর কোনো ধরনের মুভমেন্ট না থাকলেও শুক্রবার (২১ জুন) রাতে রোগীকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

আপনি আরও পড়তে পারেন