বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ ভাই- বোনের লাশ উদ্ধার

 দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে খেয়া নৌকা ডুবে নিখোঁজ মিসকাত (১২) ও নুসরাত (৫) নামে দুই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। সদরঘাট নৌ-থানার ওসি মো. রেজাউল করিম ভূইয়া জানান, শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে দূর্ঘটনাস্থলের আশেপাশ থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শুক্রবার সকাল ৭টার দিকে ওয়াইজঘাট থেকে কেরানীগঞ্জের আলম টাওয়ার ঘাটে আসার সময় মাঝ নদীতে লঞ্চের ঢেউয়ে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনকে নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় ৩জনকে জীবিত উদ্ধার করা হয়। নিহত মিসকাত ও নুসরাত বরিশালের বাকেরগঞ্জের উত্তমপুর গ্রামের বাবুল ফরাজীর ছেলে-মেয়ে। তারা কেরানীগঞ্জে পরিবারের সঙ্গে থাকতেন। তবে নিখোঁজ ওই দুই শিশু কেরানীগঞ্জের কোন স্কুলে কোন শ্রেণিতে পড়াশোনা করতেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি রেজাউল করিম। ওসি রেজাউল করিম জানান, সকালে শামীম তার বোন জোসনা ও তিন শিশু সন্তানকে নিয়ে একটি খেয়া নৌকা করে সদরঘাটের ওয়াইজঘাট থেকে কেরানীগঞ্জের আলম মার্কেটের ঘাটে যাচ্ছিলেন। এক বছর বয়সী নুসাইবা ছিল তার মামা শামীমের কোলে। নৌকাটি ঘাট থেকে কিছুপথ যাওয়ার পর লঞ্চের তীব্র ঢেউ ও মাঝির অনিয়ন্ত্রিতভাবে চালানোর কারণে ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় নৌকার মাঝি, জোসনা ও শামীম ছোট শিশুটিকে নিয়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। ওই দুই শিশু ভাই-বোন বুড়িগঙ্গায় ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপ-পরিচালক দেবাশিষ বর্মনের নেতৃত্বে একদল ডুবুরিসহ নৌ-পুলিশ, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেন। বেলা ১২টার পরপরই পর্যায়ক্রমে তাদের দুইজনের লাশ উদ্ধার করা হয়।

আপনি আরও পড়তে পারেন