শ্রীনগরে এম রহমান শপিং কমপ্লেক্সে গান গেয়ে মঞ্চ মাতালেন এমপি মাহী বি, চৌধুরী

আরিফ হোসেনঃ

শ্রীনগরে এম রহমান শপিং কমপ্লেক্সের ঈদ র‌্যাফেল ড্র অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে অংশ নিয়ে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি,চৌধুরী। শনিবার রাত ৮ টার দিকে এম রহমান শপিং কমপ্লেক্স চত্তরে তিনি পর পর দুটি গান পরিবেশন করেন। দর্শকদের দাবীর মুখে মাহী বি,চৌধুরী মালো মা ঝিলো ঝি রঙ্গে জয়ের নৌকা বাইতে আইলাম গাঙ্গে ও ভালোবাসো কিনা আ আমি জানিনা গান দুটি পরিবেশন করলে তা উপস্থিত নেতা কর্মী সহ সাধারণ জনগন উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ মহিউদ্দিন আহমেদ। এম রহমান শপিং কমপ্লেক্সের কর্ণধার শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক মাকসুদুল আলম ডাবলু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম সারোয়ার খান মামুন, শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আব্দুল বারেক খান বারী, মোকলেছুর রহমান, আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, তন্তর ইউনিয়ন পরিষদের সভাপতি আলী আকবর, শ্যামসিদ্ধি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, যুবলীগ নেতা ইফেল খন্দকার, আলী আকবর শিকদার, ছাত্রলীগে নেতা জাকির হোসেন প্যারট প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে মোটরসাইকেল, ফ্রিজ, টিভি সহ প্রায় ৩০ টি পুরস্কার ঘোষণা করা হয়। আগামী ৪ জুলাই এম রহমান শপিং কমপ্লেক্স থেকে এই পুরস্থার প্রদান করা হবে।

আপনি আরও পড়তে পারেন