নায়িকা ও রূপসজ্জাকরের গল্প

সিনেমার টপ নায়িকা নুসরাত ইমরোজ তিশা। এফডিসিতে তার মেকআপের দায়িত্ব পড়ে তাহসানের ওপর। বয়সে তরুণ হওয়ায় তিশা কোনোভাবে মেনে নিতে পারে না রূপসজ্জাকরকে। নিজেকে বড় নায়িকা ভাবলেও তাহসান মাঝেমধ্যে তার অনেক ভুল ধরিয়ে দেয়। এতে বিরক্ত হয় নায়িকা। এক পর্যায়ে তাহসানকে সেট থেকে বের করে দেওয়া হয়। কোনো এক সময় তিশার ছবি মুক্তি পেলে সবাই প্রশংসা করে রূপসজ্জাকরের। তিশা তার ভুল বুঝতে পেরে খুঁজতে থাকে তাহসানকে।

নায়িকা ও রূপসজ্জাকরের এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কোনো এক বিকেলে হলুদ শাড়ি’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। সম্প্রতি পূবাইল, উত্তরা ও বিএফডিসিতে এর দৃশ্যধারণ শেষ হয়েছে।

নির্মাতা জানান, আসছে ঈদে যে কোনো একটি চ্যানেলে এটি প্রচার হবে। নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, ‘এর আগে বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে আমি আর তাহসান অভিনয় করেছি। যেগুলো দর্শকদের বিনোদিত করেছে। ফলে এই নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে বলে আশা করি। পাশাপাশি নাটকের গল্পটি অসাধারণ। ‘শাহনূর’ চরিত্রটি দর্শকদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’

তাহসান বলেন, ‘সাগর জাহানের গল্প বলার একটা নিজস্ব ভঙ্গি আছে। এই নাটকেও সেই বিষয়টি রয়েছে। আশা করছি আমার আর তিশার এই নাটকটিও সবার ভালো লাগবে।’

আপনি আরও পড়তে পারেন