“ভালোবাসার উওাপ” ছবিতে অভিনয়ের জন্য পুরস্কৃত হলেন চিত্রনায়িকা মিষ্টি মারিয়া

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি মারিয়া। গতকাল তিনি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর বর্ণাঢ্য পথচলার ১৮তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বাবিসাস অ্যাওয়ার্ড -২০১৭-২০১৮ এ অংশ নিয়েছেন । অভিনয়ে তার অবদানের জন্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ইমপ্রস চলচ্চিত্র “ভালোবাসার উওাপ” ছবিতে প্রশংসনীয় অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার এ ভূষিত করা হয়। এ সম্পর্কে মিষ্টি মারিয়া বলেন; পুরস্কৃত হয়ে বেশ ভালো লাগছে। ধন্যবাদ জানাই বাবিসাস পরিবার ও চ্যানেল আই পরিবারকে। পুরস্কার প্রাপ্তি কাজের স্পৃহাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ হারে। সবাই দোয়া করবেন; আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই। ”
এছাড়াও অন্যান্যদের নান্দনিকতার স্ব-স্ব অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্র ; টেলিভিশন; সংগীত; মঞ্চ; নৃত্য; বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী ও তারকাশিল্পী কলা-কৌশলীদের মধ্যে এই অ্যাওয়ার্ড প্রধান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্ভোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড মো: ফজলে রাব্বি মিয়া। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মণ্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

আপনি আরও পড়তে পারেন