এবারের বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি মোহাম্মদ হাফিজের। তার দলও বিদায় নিয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে শেষ করে পয়েন্ট টেবিলের পাঁচে ওঠে পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওভারে বল করতে গিয়ে হাফিজের হাত ফসকে সেটা লোপ্পা একটা ফুলটসে পরিণত হয়। নতুন বল গ্রিপ করতে না পারায় এমনটি হয়। খানিকটা এগিয়ে এসে জোরের ওপর মেরে সেটাকে বাউন্ডারি ছাড়া করেন সৌম্য সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
হাফিজের সেই বলটাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করেছে আইসিসি। ক্রিকেটের সবোর্চ্চ সংস্থাটি তাদের অফিসিয়াল টুইটারে সেই ভিডিওতে দেখিয়েছে, হাফিজের হাত ফসকে যাওয়া বলটি আকাশে উঠে যায়। পৃথিবীর সীমা ছাড়িয়ে চাঁদ, গ্রহ উপগ্রহ পার করে বলটা নেমে আসে নিচে। তারপর বসেই বলে চার মানের সৌম্য।
আইসিসির এই ভিডিও দেখে অবশ্য মজাই পেয়েছেন হাফিজ। নিজের টুইটারে হাহা রিয্যাক্ট দেখিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।
নিজ দেশের ক্রিকেটারকে করা এমন ব্যঙ্গ ভালোভাবে নেন নি পাক সমর্থকরা। আইসিসিকে ধুয়ে দিচ্ছেন তারা। এতে আইসিসির অপেশাদারিত্ব দেখছেন তারা। ক্রিকেটের সবোর্চ্চ সংস্থাটি অসহিষ্ণুতা ছড়াচ্ছে বলেও তাদের অভিযোগ।