র্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৭/২০১৯ তারিখে ২০.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল গ্রামস্থ জনতা ব্যাংকের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য সেবনসহ ক্রয়-বিক্রিয় উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আনুমান
২১.৪০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করলে নিম্মলিখিত মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বর্ণিত মাদক ব্যবসায়ীর নিকট হতে উদ্ধারকৃত মালামাল-
০১। গাঁজা ৯০ (নব্বই) গ্রাম।
০৩। মাদক বিক্রির নগদ ৩২,২০০/- টাকা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ০১ জন-
১। মোঃ তৈয়ব আলী (৫৫), পিতা- মৃত জয়নাল মোল্লা, গ্রাম-বড়বাগ, থানা- কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এ/পি- সাং-কাজীশাল (রব মাস্তানের মাজার শরীফ) বিল্লাল মাস্তানের বাড়ি, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ। উল্লেখ্য যে, বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাজীশাল “রব মাস্তানের মাজার শরীফ” এর এক জন খেজমতদার হয়ে মাদক সেবন সহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা প্রেরক
মোঃ এনায়েত হোসেন মান্নান
পুলিশ সুপার,কমান্ডার,
র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ