কুষ্টিয়ায় মাথা‌বিহীন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কু‌ষ্টিয়ার ভেড়ামারায় মাথা‌বিহীন অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার(১২ জুলাই) সকা‌লে উপ‌জেলার বা‌হিরচর ইউ‌নিয়‌নের ষোলদাগ এলাকার পদ্মা নদীর পূর্বপা‌শের এক মাঠ থে‌কে লাশ‌টি উদ্ধার করা হয়।

স্থানীয় প্যা‌নেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম ক‌চি জানান, সকা‌লে পদ্মা নদীর পূর্বপা‌শের মাঠের ম‌ধ্যে বোরকা পড়া অবস্থায় এক নারীর মাথা‌বিহীন লাশ প‌ড়ে থাক‌তে দে‌খে স্থানীয়রা। প‌রে তারা পু‌লিশকে খবর দেয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি)মোল্লা খ‌বির আহ‌মেদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধার করে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। যে‌হেতু নারীর মাথা‌বিহীন লাশ তাই তার প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি। ব্যাপার‌টি নি‌য়ে তদন্ত চল‌ছে।

আপনি আরও পড়তে পারেন