বিশ্বকাপ জয়ীদের বলিউড তারকাদের শুভেচ্ছা

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে রোববার (১৪ জুলাই) নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

ভারত ফাইনালে যেতে না পারলেও বলিউড তারকাদের মাঝে ফাইনাল নিয়ে উত্তেজনার কোনো কমতি ছিল না।

নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে তাই বলিউড সেলিব্রেটিরা সোশ্যাল মিডিয়ায় তাদের অনুভূতি শেয়ার করেছেন।

বলি তারকা বিবেক ওবেরয় লিখেছেন, ক্রিকেট যেখানে জন্মেছিল ৬/৭০০ বছর আগে, তারাই প্রথমবার জিতলো ওয়ার্ল্ড কাপ। অভিনন্দন ইংল্যান্ড টিম। ঐতিহাসিক ম্যাচ! সত্যিই ক্রিকেটের জয় হয়েছে আজ।

রিতেশ দেশমুখ লিখেছেন, ক্রিকেটের সেরাটা দেখলাম, এপিক ওয়ার্ল্ডকাপ ফাইনাল। অভিনন্দন ওয়ার্ল্ড ক্রিকেটের চ্যাম্পিয়ন ইংল্যান্ড টিম। নিউজিল্যান্ডের জন্য খারাপ লাগছে। তারা অনেক ভালো খেলেছে। আমার কাছে তারা এবারের আসরের মুকুটহীন চ্যাম্পিয়ন।

করন জোহর লিখেছেন, ইংল্যান্ডের কপাল ভালো, নিউজিল্যান্ডের খেলা ভালো।

অনুপম খের লিখেছেন, এবারের ওয়ার্ল্ডকাপ ফাইনাল মেরেই ফেলবে।

তাপসী পান্নু লিখেছেন, ইংল্যান্ড ওয়ার্ল্ডকাপ জিতেছে এবং নিউজিল্যান্ড মন জিতে নিয়েছে। মনে রাখার মতো ম্যাচ উপহার দিয়েছে দুই টিম। টাইমস নাও

আপনি আরও পড়তে পারেন