আগামী রবিবার মেঘনা নদীর ভাঙন পরিদর্শনে নবীনগর আসছেন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম.পি

মোঃ দেলোয়ার হোসেন ,ব্রাহ্মণবাড়িয়া নবীনগর:

নবীনগরে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মহোদয়ের আমন্ত্রনে আগামী ২৮ শে জুলাই রবিবার মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারক এম.পি উপজেলার বড়িকান্দি লঞ্চঘাটের পচ্চিম পাশের বাধ থেকে এমপি টিলা পর্যন্ত প্রায় ২৭০০ মিটার ও বড়িকান্দি লঞ্চঘাটের পূর্ব পাশের বাধ থেকে মানিকনগর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় নদী ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, ফসলী জমি,গাছপালাসহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

ভাঙনের কবলে এলাকা গুলো উপজেলার পশ্চিম ইউনিয়ন ধরাভাঙা,সোনাবালুয়া,নুরজাহানপুর, শ্রীঘর, কান্দাপাড়া, চিত্রি, নবীপুর ও চরলাপাং, বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা, নজরদৌলত, কেদারখোলা ও দাসকান্দি। উল্লেখযোগ্য ঐসব গ্রামগুলোর অর্ধলক্ষাধীক মানুষ দীর্ঘকাল ধরে নদীর সঙ্গে একান্ত হয়ে বসবাস করছেন। তবে এ সব গ্রামের নদীর তীরবর্তী অংশগুলো সারা বছরই কমবেশী ভাঙ্গনের কবলে থাকে। তবে বর্ষাকালে এ সব এলাকায় নদী ভাঙ্গন ভয়াবহ রূপ লাভ করে। সে সময় ওইসব এলাকার নদীর পাড়ের মানুষেরা অব্যাহত নদী ভাঙ্গনের ভয়ে সর্বদাই থাকেন আতংকে।

আপনি আরও পড়তে পারেন