আজ নবীনগরে মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম,পি

মোঃ দেলোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় স্হানীয় সাংসদ এবাদুল করিম (বুলবুল)  সাহেবের আমন্ত্রনে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এম,পি টিলা হতে বরিকান্দি লঞ্চঘাট, হয়ে মানিনগর বাজার এবং চরলাপাং বাইশমোজা পর্যন্ত মেঘনার গর্ভে বিলীন হয়ে যাওয়া স্হান পরিদর্শন করেন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এম, পি।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ইতি পুর্বে স্হানীয় সাংসদ এবাদুল করিম (বুলবুল)  সাহেবের প্রচেষ্টায় একটি অস্হায়ী প্রকল্প গ্রহণ করা হয়েছে আমি আমার মন্ত্রণালয়কে বিষয়টি পুনরায় অবহিত করে একটি স্হায়ী প্রকল্প গ্রহণ করার জন্য চেষ্টা করবো বলে তিনি স্হানীয় এলাকাবাসীদের আসস্হ করেন।
এসময় মন্ত্রীর সাথে  উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাসুম ওসি রনজিত রায় সহ প্রশাসনের অনেক কর্মকর্তা। আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,হালিম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, স্হানীয় ইউপি চেয়ারম্যান গন এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগন।

আপনি আরও পড়তে পারেন