বগুড়ার শেরপুরে ভেজাল তেল কারখানার সন্ধান,আটক ১

শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুরের শুভগাছা গ্রামে মঙ্গলবার রাত ১০ টার দিকে শেরপুর থানাপুলিশ অভিযান চালিয়ে ভেজাল তেল কারখানায় অভিযান চালিয়ে বিপুলপরিমাণ মালামাল উদ্ধার ও এক ব্যক্তিকে আটক করেছে।শেরপুর থানার এসআই ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতেপুলিশ অভিযান চালিয়ে খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামেরদাখিল মাদ্রাসার পাশের্^ একটি বাড়িতে ভেজাল ও নকল তেল তৈরীরকারখানার সন্ধান পায়। এসময় ৬০ লিটার সয়াবিন তেল সহ নারিকেল ওসরিষার তেল, খালি বোতল, বোতলের লেবেল, ২টি ড্রাম সহ কারখানারসরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে বাড়ির মালিক ইব্রাহিম খন্দকার (৪০)কে আটক করা হয়েছে।শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ওইকারখানায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ও ভেজাল তেল তৈরীর সরঞ্জামউদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়াহবে।

আপনি আরও পড়তে পারেন