সময়েই ছাড়ছে ট্রেন

ঈদযাত্রার প্রথম‌দিনে বে‌শিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

বুধবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ৮টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে।

গত ২৯ জুলাই ঈদুল আজহার অগ্রিম টিকিট যারা কেটেছিলেন, তারাই আজ রাজধানী ছাড়ছেন। রেলের ঈদযাত্রার প্রথম দিন সকালে ট্রেনের তেমন শিডিউল বিপর্যয় দেখা যায়নি।

সকাল ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস নির্ধারিত সময়ে কমলাপুর ছেড়ে গেছে। এছাড়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ৩৫ মিনিটে, চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ৭টায়, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতী সোয়া ৭টায়, দেওয়ানগঞ্জবাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী সকাল পৌনে ৮টায় ছেড়ে গেছে।

তবে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও প্লাটফর্মের ডিসপ্লেতে দেখানো হচ্ছে, সকাল ৮টা ৫০ মিনিটে এ ট্রেন গন্তব্যে ছেড়ে যাবে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, আমরা ট্রেনের শিডিউল ঠিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। যাত্রীদের যাতে কোনো দুর্ভোগ না হয়, সেজন্য রেল কর্মকর্তারা কাজ করছেন।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন