এডিস মশার লার্ভা পাওয়ায় পপুলারকে জরিমানা

রাজধানীর উত্তরায় পপুলার হাসপাতালে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার এডিস মশার লার্ভা নির্মূলে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএনসিসির ৩টি ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ অভিযানের নেতৃত্ব দেন।

পপুলার ছাড়া উত্তরার উইমেন মেডিকেল কলেজের ভেতরের ড্রেনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া গরিবে নেওয়াজ এভিনিউর লুবনা হাসপাতাল ও উত্তরা ৪ নম্বর সেক্টরের জাপান কাগুচি হাসপাতালকে যথাক্রমে ৩০ হাজার এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, এডিস মশার লার্ভা ও এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া যাওয়ায় মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত হোসেন বারিধারার ১১টি বাড়ির মালিককে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া রাস্তা দখল করে কোরবানি পশু রাখার অপরাধে বারিধারা ৮ নম্বর সড়কে ওয়াহিদ খান নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কোরবানি পশু রাখার জন্য তৈরি করা ছাউনিটি উচ্ছেদ করা হয়।

কারওয়ান বাজার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান সাতবাড়ি কনস্ট্রাকশন সাইটের ভেতরে এডিস মশার লার্ভা খুঁজে পান। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অভিযানে ডিএনসিসির সহযোগিতা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন