নীজ বুদ্ধিতে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল শরণখোলার তানজিলা

 আবু হানিফ, বাগেরহাট অফিস ঃ

নীজের বুদ্ধিতে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের ১১ বছরে শিশু কন্যা তানজিলা আকতার। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। তানজিলা ওই গ্রামের বেলাল সিকদারের মেয়ে। রাজৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী তানজিলা জানায়, ওইদিন স্কুল থেকে বাড়িতে ফেরার পথে পরিষদ সংলগ্ন মঠেরপাড় সড়কের মোড়ে কালো রংয়ের একটি মাইক্রোবাস এসে তার পাশে দাড়ায়। এসময় দুই ব্যক্তি গাড়ী থেকে নেমে জোর করে তাকে গাড়িতে তুলে নাকের কাছে একটি রুমাল ধরে। এতে তানজিলা অজ্ঞান হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরে দেখে একটি তালাবদ্ধ ঘরে রয়েছে তানজিলা। সেখানে আরো একটি শিশুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন সে। পাচারকারী দলের কেউ সেখানে না থাকায় তানজিলা রুমের জানালা ভেঙ্গে একটি বাগানের মধ্যদিয়ে মূল সড়কে চলে আসে। তখন তাকে কাঁদতে দেখে এক ভ্যান ড্রাইভার তাকে বাড়ি নিয়ে আসে । তবে, ওই রুমে থাকা অপর শিশুটির ভাগ্যে কি হয়েছে, তা সে বলতে পারেনি। এদিকে, তানজিলার মা রিনা বেগম জানান, মেয়ের স্কুল থেকে টিফিনের সময় বাড়ি ফিরতে দেরী হওয়ায় তিনি বিচলিত হয়ে পড়েন। বিকাল পর্যন্ত কোন খবর না পেয়ে তিনি ভেঙ্গে পড়েছিলেন। সন্ধ্যার কিছু পূর্বে তানজিলা ফিরে আসায় পরিবারে মাঝে স্বস্তি ফিরে আসে। বাড়ি এসে সংশ্লিষ্ট খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খাঁন ও পরিবারের কাছে ঘটনার বর্ননা করে তানজিলা। তানজিলা জানায়, ওই এলাকায় তাকে নিয়ে গেলে ওই বাড়ির লেকেশন সে দেখাতে পারবে। ভ্যানচালক আমড়াগাছিয়া গ্রামের সালাম ফকির মুঠোফোনে জানান, বিকাল ৫টার দিকে শরণখোলা-মোরেলগঞ্জ মহাসড়কের গাজীর ব্রিজ এলাকায় স্কুল ড্রেস পরিহিত ওই মেয়েটিকে কাঁদতে দেখে তিনি নিয়ে আসেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, ঘটনাটি তিনি জেনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন