গফরগাঁওয়ে মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক মাদরাসাছাত্র (৮) বলাৎকারের ঘটনায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে বুধবার (৭ আগস্ট) রাঘাইচটি হিফজুল কুরআন মাদ্রাসার বোডিংয়ে ছাত্রটি বলাৎকারের শিকার হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় শনিবার (২৪ আগস্ট) রাতে শিক্ষক মাহমুদুল হাসানকে (২৭) মাদরাসা থেকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।

 

অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান পার্শ্ববর্তী হোসেনপুর থানার ওরাটি গ্রামের শুকুর মাহমুদের ছেলে। তিনি রাঘাইচটি হিফজুল কুরআন মাদরাসার শিক্ষক। বলাৎকারে শিকার মাদরাসার ছাত্র গফরগাঁও পৌরশহরের রাঘাইচটি গ্রামের বাসিন্দা। সে ওই মাদরাসার হেফজ বিভগে পড়াশোনা করতো এবং মাদরাসার বোর্ডিংয়ে থাকতো।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, শনিবার ওই ছাত্রের মা তার ছেলেকে মাদরাসায় যেতে তাগিদ করলে সে মাদরাসায় যেতে রাজি হয়নি। পরে জিজ্ঞাসাবাদে জানতে পারে শিক্ষক মাহমুদুল হাসান (৭ আগস্ট) বুধবার রাতে মাদরাসার ছাদে নিয়ে মারধর করে তাকে বলাৎকার করেছে। এর আগেও একবার মাহমুদুল হাসান এ কাজ করেছে। এ ঘটনায় ওই ছাত্রের নানা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে মাদরাসা শিক্ষক মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয় বলেও জানান ওসি।

 

আপনি আরও পড়তে পারেন