পাইকগাছায় এমপি বাবু’র পক্ষে ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র পক্ষে থেকে কপোতাক্ষের ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ জেলেপল্লীবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ভাঙ্গনকবলিতএলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ডাল, চাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিতছিলেন, আওয়ামীলীগনেতা আরশাদ আলী বিশ্বাস, ডাঃ শংকর কুমার দেবনাথ, ক্যাম্প ইনর্চাজ সঞ্জয় কুমার দত্ত, এ্যাডঃমনজুরুল ইসলাম, বিমল কুমার পাল, অসীম কুমার পাল, প্রাণকৃষ্ণ দাশ, অশোক অধিকারী, উত্তম কুমার দাশ, আমান সরদার,আশিক দত্ত, সাইফুল মোড়ল, হাকিম পাড়, দিপংকর ঘোষ, বাবুলাল বিশ্বাস, প্রণয় ঘোষ, আব্দুল্লাহ গাজী, সাগরবিশ্বাস, জয় বিশ্বাস, ইসরাইল বিশ্বাস, হাফিজুল মোড়ল ও আজু সরদার। উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্বআক্তারুজ্জামান বাবু গত শুক্রবার ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন।

আপনি আরও পড়তে পারেন