কচুয়ায় ইউএনও নীলিমা আফরোজের বদলিজনিত বিদায় সংবর্ধনা

মো: মাসুদ মিয়া,কচুয়া ॥

চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ ও ইউপি সচিব মৃনালকান্তি পোদ্দার এবং সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজকে বদলিজনিত বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা এবং ক্রেষ্ট প্রদান করেন। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও নীলিমা আফরোজ,মৃনাল কান্তি পোদ্দার সহ অনেকে। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে কচুয়া উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পালাখাল মডেল ইউনিয়নের ইউডিসি শাহজালাল হোসেন,ইউপি সদস্য লোকমান হোসেন ভূঁইয়া,ইসমাইল হোসেন চৌধুরী রতন,জহিরুল ইসলাম,জিলানী হোসেন,ইকবাল হোসেন,ফাতেমা বেগম,লাকী আক্তার ও নুরুন্নাহার,সাংবাদিক ও আরো অনেকে উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন