বগুড়ার শেরপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের আয়োজনে ৪ সেপ্টেম্বর বুধবার সকালে ঘৌড়দৌর এনপি আলিম মাদ্রাসা মাঠে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজার সভাপতিত্বে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় গবাদি প্রানীর স্বাস্থ্য পরীক্ষা, সেবা ও পরামর্শ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। অন্যন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রায়হান, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বারি ডাবলু, খামারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব, ঘৌড়দৌর এনপি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুস সালাম, শিক্ষক আব্দুল হাকিমসহ এলাকার ছোট বড় খামারীরা।

আপনি আরও পড়তে পারেন