ঢাকা,অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

 দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহারে ঢাকা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে বিদায়ী সংবর্ধনা দিলেন পুলিশ। গতকার শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দোহার থানা অডিটোরিয়ামে দোহার ও নবাবগঞ্জ থানা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.মাসুদ আহম্মেদ ভুইয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ)আসনের এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্ঠা সালমান ফজলুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুমি নিবন্ধন অধিদপ্তরের মহা-পরিচালক খান মোহাম্মদ আব্দুল মান্নান,সদ্য বিদায়ী পুলিশ সুপারের সহধর্মিনী রোকেয়া বেগম,বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের ভারপপ্রাপ্ত সভাপতি বাবু নির্মল রঞ্জন গোহ,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ঝিলু,ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিন সাইদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার,দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল,সাধারন-সম্পাদক আলী আহসান খোকন শিকদার,ঢাকা-১ সংসদ সদস্যের ব্যাক্তিগত কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেন,নবাবগঞ্জ সার্কেল এ এস পি জহিরুল ইসলাম।অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাপদক মোয়াজ্জেম হোসেন,ঢাকা জেলা যুবলীগের রসিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন দরানী,সাংগঠনিক সম্পাদক মো.মাসুদ মোল্লা,সাবেক ছাত্রলীগ নেতা সুরুজ আলম সুরুজ,সেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাসার চোকদার প্রমুখ। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।

আপনি আরও পড়তে পারেন