মোল্লা জালালের কথায়, গাইলেন লেমিস “বলো দুর্গা মাইকি জয়”

ফারুক মজুমদার ,
সাংবাদিক নেতা মোল্লা জালাল। সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি তিনি। কেবল সাংবাদিকতায় নয়, গীতিকার হিসেবেও পরিচিত। পেশাগত ও সাংগঠনিক ব‌্যস্ততার ফাঁকে গান লিখেন তিনি।

মোল্লা জালালের লেখা গান গেয়েছেন দেশবরেণ্য সংগীতশিল্পীরা। এদের মধ্যে রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, রফিকুল আলম, খুরশিদ আলম, সামিনা চৌধুরী, কনকচাঁপা, রুমানা ইসলাম উল্লেখযোগ্য।

এবার তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী লেমিস।

‘বলো দুর্গা মাইকি জয়’ গানটির আয়োজন করেছেন বাসুদেব ঘোষ। এর রেকর্ডের কাজ শেষ হয়েছে। ত্রিতালের ব্যানারে আসন্ন দুর্গোৎসবে এটি প্রকাশ পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়।

‘মাগো তুমি জগতময়ী, দুর্গতিনাশিনী অবিনাশী, তোমার বাণী শাস্ত্রেতে জানি…’ এমন কথামালায় গানটি হিন্দু পুরাণ উপাখ্যানের ওপর রচনা করেছেন তিনি।

মোল্লা জালাল বলেন, মনের ভেতর থেকে লেখার তাগিদ পাই। কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। এর মধ্যে বাসুদেবও চাপাচাপি শুরু করলো। তাই লেখাটা ওনার হাতে তুলে দিলাম।

বাসুদেব বলেন, গানের কথাগুলো হিন্দু পুরাণের ওপর রচিত। একটু গভীরে গিয়ে মোল্লা জালাল ভাই লিখেছেন। শ্রোতারা শুনলেই এর মর্মার্থ উপলব্ধি করতে পারবেন।

আপনি আরও পড়তে পারেন