মনোনয়নপত্র প্রত্যাহার করে কাঁদলেন রেজাউল করিম

রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিনের অফিসে গিয়ে এ মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর উপস্থিত সাংবাদিকদের সামনে কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। এ সময় তাকে কাঁদতে দেখা যায়।

কান্নাজড়িত কণ্ঠে রেজাউল করিম রাজু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঢাকায় ডেকে পাঠিয়েছিলেন। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি সংকটাপন্ন, এখানে রাজনীতি করতে হলে বুঝে-শুনে করতে হবে। আমি তোমাকে মনোনয়ন দিয়েছিলাম, আমি তোমাকে বলছি, দেশ ও জাতির স্বার্থে তুমি মনোনয়নপত্র প্রত্যাহার করো। প্রধানমন্ত্রীর এই নিদের্শের পরই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। রংপুর সদর আসনে নৌকার কোনো প্রার্থী না থাকলেও উন্নয়নের দায়-দায়িত্ব আমার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আপনি আরও পড়তে পারেন