বুলবুলের এক সপ্তাহ, পাশে নেই, (এনজিওরা) শরণখোলায় সহয়তা বঞ্চিত ক্ষতিগ্রস্থরা

আবু হানিফ, বাগেরহাট অফিস ঃ

ঘুর্নিঝড় বুলবুলের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারী সহয়তার অংশ থেকে বঞ্চিত রয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার অনেক ক্ষতিগ্রস্থ পরিবার।এছাড়া অসহায় পরিবার গুলোর পাশে নেই বে-সরকারী উন্নয়ন সংস্থা (এনজিওর) প্রতিনিধিরা। সরকারী হিসেবে ঘূর্ণিঝড় বুলবুলে সম্পূর্ণ ও আংশিক মিলে শরণখোলা উপজেলার ৯৭৬ টি কাঁচা ও আঁধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । আর্থিক হিসাবে যার পরিমান এক কোটি ৯৬ লাখ টাকা। এছাড়া কৃষিতে আমন দুই শত ২০ হেক্টর, খেসাড়ি, ৫০০ হেক্টর রবিশস্য ও শীতকালিন শাক-সবজির ১২ হেক্টর সহ প্রায় তিন কোটি টাকা। মৎস্য ক্ষেত্রে ১২২টি পুকুর ও ঘেরের ২৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ছয় মেট্রিক টন চিংড়ি ও সাদা মাছ। পাকা সড়ক সম্পূর্ণ ও আংশিক মিলে ১৪ কিলোমিটার এবং কাঁচা সড়ক ২৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমান প্রায় আট কোটি টাকা। তবে,ক্ষতিগ্রস্থ পরিবার ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের মতে ক্ষতির পরিমান আরো অনেক বেশি । সুত্র জানায়, দুর্যোগ ও তার পরবর্তী সময়ে জরুরী ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে বিশুদ্ব পানি,শুকনা খাবার, ২৫০টি প্যাকেট, শিশু খাদ্য, গো খাদ্য,সরবারহের জন্য ঘুর্নিঝড়ের পর ১০ ও ১৩ ,নভেম্বর নগদ ২,লাখ ৩০ হাজার টাকা, ৩০ মেট্রিক টন চাল এবং ২৭০ বান্ডেল ডেউটিন বরাদ্দ দেয় জেলা প্রসাশক। কিন্তু ঘুর্নিঝড়ের পর ইতোমধ্যে ৭দিন অতিবাহিত হলে ও সরকারী বে -সরকারী নানা সহয়তা থেকে বঞ্চিত রয়েছে ঝড়ের আঘাতে বিদ্বস্থ উপজেলার অনেক পরিবারের সদস্যরা। তবে এ জন্য সাধারণ মানুষ প্রসাশনের আন্তরিকতাকে দ্বায়ী করেন। নাম গোপন রাখার শর্তে, সাউথখালী ইউপির এক সদস্য বলেন,ঘুর্নিঝর বুলবুলে বরাদ্দ হওয়া ত্রান পার্শ্ববতী উপজেলা গুলোতে দিতে পারলে ও শরনখোলায় তার চিত্র বিপরীত । প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার বলেন, জেলা প্রসাশকের উপাস্থিতে ইতোমধ্যে উপজেলার চারটি ইউনিয়নের বেশি ক্ষতিগ্রস্ত ২৫০ টি পরিবারকে একবান করে ডেউটিন , নগদ অর্থ ও চাল সহ প্রায় সব কিছুই দেওয়া হয়েছে।এবংকিছু কার্যক্রম চলমান রয়েছে । তবে জনপ্রতিনিধিদের তৈরী তালিকা এখনও হাতে না পাওয়ায় একটু অসুবিধা হচ্ছে। অপরদিকে, চাল বিতরন কালে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তারা স্ব স্ব ইউনিয়ন গুলোতে উপাস্থিত না থাকায় সরকারী সুফল পাননি ক্ষতিগ্রদের অনেকে। ঘুর্নিঝড় বুলবুলের সরকারী সহয়তা থেকে বঞ্চিত খবর আমার জানা নেই। তার পরেও খোজ খবর নিয়ে দেখা হবে ।###

আপনি আরও পড়তে পারেন