দিনাজপুরের নবাবগঞ্জে সরকারিভাবে আমনধান সংগ্রহের উদ্বোধন

মাহফুজুর রহমান, দিনাজপুর(নবাবগঞ্জ) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২০নভেম্বর) উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই ধান সংগ্রহের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শিবলী সাদিক।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হালিমুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, মোঃ আমজাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিকসহ আরোও বিভিন্ন নেতৃবৃন্দ ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এই বছর লটারীর মাধ্যমে কৃষক নির্বাচনের মধ্য দিয়ে ২ হাজার ৩শত ৮৯ মেট্রিক টন ধান সরকারি ভাবে সংগ্রহ করা হবে এবং প্রতি একজন কৃষক ১ টন ধান দিতে পারবেন।

আপনি আরও পড়তে পারেন