নবাবগঞ্জে ১৩দিনব্যাপি ধর্মীয় অনুষ্ঠান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের শোল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ভাবগাম্ভীর্যে ১৩দিনব্যাপি ধর্মীয় উৎসব চলছে। শোল্লা ও খতিয়া রাজবংশি সম্প্রদায় এর আয়োজন করেন।
বৃহস্পতিবার রাতে অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের কীর্তনীয়া শ্রী সুকুমার সরকার। পরে কীর্তন পরিবেশন করেন ফরিদপুরের শতরূপা হালদার ও রাধারানী। শুক্রবার কুঞ্জভঙ্গ, জলকেলী, নগর কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপণ ঘটবে।
এর আগে একই স্থানে ১১ নভম্বের সোমবার শ্রীশ্রী বৈদ্যনাথ দেবের পূজা। ১২ নভেম্বর মঙ্গলবার শ্রীশ্রী মা গঙ্গার পূজা। ১৭ নভেম্বর শ্রীমদ্ভাগবত পাঠ করেন দোহারের বিপ্লব চন্দ্র গোস্বামী। ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।

আপনি আরও পড়তে পারেন