যৌন হয়রানির দায়ে বহিষ্কৃত টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদের শাস্তির দাবি জানিয়েছেন ভিক্টিম প্রবাসী টেনিস খেলোয়াডের স্বজনরা। তারা বলেন, এ ঘটনার বিচার না হলে তার নেতিবাচক প্রভাব পড়বে দেশের ক্রীড়াঙ্গনে। এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে জড়িতদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।
মামলার বিবরণী থেকে জানা যায়, একবার নয় দুইবার নয় মোট তিনবার কিশোরীকে যৌন হয়রানি করে গোলাম মোর্শেদ। এরপর লজ্জায় ক্ষোভে বাধ্য হয়েই টুর্নামেন্ট শেষ না করে আমেরিকা পাড়ি জমায় সে।
নির্যাতিতার বাবা বলেন, বাংলাদেশের মেয়েদের জন্য ভালো হবে। আমরা সবাই উনার শাস্তি চাই।
ঘটনার বিবরণীতে জানা যায়, শুরুতে মামলা নিতে অস্বীকার করে সংশ্লিষ্ট থানা। সেটা নথিভুক্ত করে তদন্তে নামে স্থানীয় প্রশাসন। নারী ও শিশু নির্যাতনের যে ধারায় মামলাটি হয়েছে তা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম পিপিএম বলেন, মামলায় যে অপরাধের কথা বলা হয়েছে সেটার তথ্য উপাত্ত জোগাড়ের চেষ্টা চলছে।
এ বিষয়ে অভিযুক্ত সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদের সঙ্গে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।