বার্সাকে পেছনে ফেলার সুযোগ

আজ জিতলেই চিরপ্রতিদ্বন্ধী বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের একে উঠে যাবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে ফেসবুক।

আলাভেজের মাঠে রিয়ালকে হয়তো দিতে হবে পরীক্ষা। মাঠে নামার আগে কোচ জিনেদিন জিদানও তেমন আভাস দিয়ে রাখলেন, ‘ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে তাদের হারানো মোটেও সহজ হবে না। কন্ডিশনও একটা বড় চ্যালেঞ্জ।’

এই মুহূর্তে ১৩ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে বার্সেলোনা। তাদের অবস্থান একে। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট বার্সার সমান ২৮। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বার্সাকে ছুঁতে পারেনি লস ব্লাঙ্কোসরা।

ধারেভারে রিয়ালের চেয়ে অনেক পিছিয়ে আলাভেজ। পরিসংখ্যানও সেই কথা বলছে। শেষ পাঁচ ম্যাচে কেবল একবার রিয়ালকে হারিয়েছিল দলটি। বাকি চার ম্যাচেই দারুণ জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা।

বার্সাকে পেছনে ফেলার সুযোগ

আপনি আরও পড়তে পারেন