পেঁয়াজের দাম বাড়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী

কৃষকের ন্যার্যমূল্য নিশ্চিত করতে কৃষিক্ষেত্রে বাজারেরও সুশাসন প্রতিষ্ঠার করার পক্ষে মত দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, দেশের উন্নয়নের সবচেয়ে বেশি পূর্বশর্ত হল রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি। সেটা বর্তমানে দেশে আছে। কাজেই কৃষিক্ষেত্রে বাজারেরও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার (৬জানুয়ারি) দুপুরে গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে (নাটা) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের মূল যে মৌসুম তখন বেশিরভাগ উৎপাদন হয়। এসময় বিদেশ থেকেও পেঁয়াজ আসে। চাষী যাতে দাম পায় এরজন্য আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখব। এটার একটা ভালো ফল পাব বলে আমরা আশা করি।

সম্প্রতি পেঁয়াজের মূল্য দ্বিতীয়বার বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমরা মনে করেছিলাম ভারত থেকে আমদানি করে আমরা আমাদের ঘাটতি মেটাবো। কিন্তু ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিল। ফলশ্রুতিতে এই ক্রাইসিসটা হচ্ছে। এটা আমরা ওভারকাম করতে পারছি না। এই মৌসুমে পেঁয়াজ হয় মাত্র দুই লক্ষ টন। দাম বেশি থাকাতে কৃষকরা পেঁয়াজ বড় হওয়ার আগেই পাতাসহ বিক্রি করে দিয়েছে। যার জন্য দামটা কমছে না। বিদেশ থেকেও আমদানি করতে দেরি হচ্ছে, নানান কারণে আবার দাম বাড়ছে।

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির (নাটা) ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবু সাঈদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক-উদ্যোক্তা : বাণিজ্যিক কৃষির উদীয়মান চালক”-শীর্ষক সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো: আব্দুল মান্নান আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল মুইদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমিরেটাস প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন