দেশি চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

দেশি কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কোনো ম্যাচ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের হোম ব্রডকাস্টার হলো টেন স্পোর্টস। যারা কিনা এই সিরিজের স্বত্ব বিক্রি করেছে ভারতের সনির কাছে।

সেই সনির কাছ থেকে আবার সিরিজের স্বত্ব কিনে নিয়েছে একটি মধ্যস্থতাকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘এলএসডি মিডিয়া’। এই প্রতিষ্ঠানের কর্ণধার সুনীল মনোচার সম্প্রতি কিছু বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের কাছে এই সিরিজ সম্প্রচারের স্বত্ব বিক্রি করতে চেয়েছিলেন।

মূল্য ধরেছিলেন প্রায় আট লাখ ইউএস ডলার। অতীতে এই সুনীল মনোচারের কাছ থেকে বাংলাদেশি কিছু টেলিভিশন চ্যানেল খেলা সম্প্রচারের স্বত্ব কিনেও ছিল। কিন্তু এবার সুনীল প্রস্তাব দিয়েছিলেন অবৈধভাবে তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ডলার পাঠাতে।

কিন্তু আইনবিরোধী হওয়ায় তার এই প্রস্তাবে দেশি কোনো টেলিভিশন চ্যানেল সাড়া দেয়নি। বরং তারা একজোট হয়ে ঠিক করেছে, মধ্যস্থতাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আর কোনো স্বত্ব কিনবে না। সে কারণেই পাকিস্তান-বাংলাদেশ এই সিরিজ কোনো দেশি চ্যানেলে এবার সম্প্রচার হচ্ছে না। তবে পিটিভি স্পোর্টসে দেখা যেতে পারে এ সিরিজটি।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন