মানিকগঞ্জে ৫ মণ ভেজাল গুড় ধ্বংস

মানিকগঞ্জে ৫ মণ ভেজাল গুড় ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৫ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে জব্দকৃত গুড় ধ্বংস করা হয়।

অভিযানে চিড়াগুড়, ক্ষতিকারক রং, চিনি, আখের গুড় ও খেজুরের গুড় জব্দ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গো-খাদ্য, চিড়াগুড়, ক্ষতিকারক রং, ফিটকিরি ও চিনি মিশিয়ে (খেজুরের রস ছাড়াই) দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে আসছিলো কারখানা দুটির লোকজন। জব্দকৃত ৫ মণ গুড় ঝিটকা বাজারে সর্বসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়া কারখানা দুটি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

 

আপনি আরও পড়তে পারেন