ঢাকার সিটি নির্বাচনে চলছে শেষ মুহুর্তের প্রচারণা। বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা দিনভর দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন। প্রচারণায় প্রার্থীদের পক্ষে তাদের স্বজনরাও মাঠে নেমেছেন।
ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন তার মা নাসরিন আউয়াল।
বেশ কয়েকদিনের মতো রোববার তিনি উত্তরা এলাকায় ভোট চেয়েছেন ছেলে (মেয়র প্রার্থী) তাবিথের জন্য। ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চান মা। এ সময় তিনি স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গেও মতবিনিময় করেন।
নাসরিন আউয়াল বলেন, আগামী ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচন। সুযোগ সুবিধা বঞ্চিত নগরবাসীর সামনে ওইদিনটি একটি বড় পরীক্ষা দিন। তারা যদি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে তারা নিজেরাও জিতে যাবে। নির্বাচিত হলে আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দিতে তার ছেলে তাবিথ নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোতাহের হোসেন রতনসহ স্থানীয় দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীরা।