লাগেজ কাটা রোধে বিমানবন্দরে লোডারদের পকেটবিহীন পোশাক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের লাগেজ কাটা রোধে মালামাল খালাসে নিয়োজিত (লোডার) কর্মীদের পকেটবিহীন জামা ও প্যান্ট সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মহিবুল হক।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সচিব একথা জানান।

যাত্রীদের লাগেজ কাটা বা চুরির বিষয়ে জানতে চাইলে বিমান পরিবহন সচিব বলেন, এয়ারপোর্টে কোনো লাগেজ কাটে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ কাটা ও চুরি নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের।

বিমানবন্দরে সিভিল এভিয়েশনের আলাদা আলাদা সিসি ক্যামেরা রয়েছে, এপিবিএনের আলাদা সিসি ক্যামেরা রয়েছে, এনএসআইয়ের আলাদা ক্যামেরা রয়েছে। অবস্থার পরিবর্তন ঘটাতে সিসি ক্যামেরার ব্যবহার ও নজরদারি বেড়েছে। কোথাও কোনো লাগেজ কাটার সুযোগ নেই, এমনকি যদি কেউ চেইনও খুলে বা হাত ঢোকায় তাকে সাথে সাথে ধরে জেল দিয়ে দেয়া হচ্ছে। এরপরও লাগেজ চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন