ভোলায় সড়ক দুর্ঘটনায় মটোরসাইকেল চালক নিহত

ভোলার চরফ্যাশন উপজেলায় রাস্তার পাশের বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে মো. কাইয়ুম (২০) নামের এক মটোরসাইকেল চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১০ টার দিকে চরফ্যাশন-শশীভুষন সড়কের এওয়াজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম উপজেলার রসুলপুর ইউনিয়নের হানিফের ছেলে।

শশীভুষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে কাইয়ুম মটোরসাইকেল চালিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এ সময় এওয়াজপুর নামক এলাকায় আসলে হঠাৎ করেই নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

আপনি আরও পড়তে পারেন