কাঠের গুঁড়া-কেমিক্যাল-তুষে তৈরি গুঁড়া মসলা

কাঠের গুঁড়া, ধানের তুষ আর কেমিক্যালের মিশ্রণে তৈরি করা হচ্ছে গুড়া মসলা। কুষ্টিয়া শহরের বড় বাজার ঘোড়ার ঘাট সড়কে শাহাজালাল মসলা মিলসে এসব মসলা তৈরি করা হচ্ছে। প্রশাসনের অভিযানের পরে অপরাধ স্বীকার করেছেন মিল মালিক। এ ঘটনায়  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে এবং ১ জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঘোড়ার ঘাট সড়কে শাহাজালাল মসলা মিলসে অভিযান চালিয়ে এ জেল জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করে জেলা গোয়েন্দা পুলিশ ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, শহরের বড় বাজার শাহজালাল মসলা মিলসে কাঠের গুঁড়া, ধানের তুষ ও কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছিল গুঁড়া মসলা। কারখানা মালিক তাদের অপরাধ স্বীকার করে নিলে মালিক মোশারফ হোসেনকে ১ লাখ টাকা জরিমানা ও তার ছেলে রাশেদকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন