কলম্বিয়াকে হারিয়ে ২০২০ সালের টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলার টিকেট পেয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে তাদের ২-১ গোলে হারায় আকাশি-সাদারা।
৫০তম মিনিটে আগুস্তিন উরসি দলকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেহুয়েন পেরেস। ৬৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া। এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা। ২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় আছে ব্রাজিল।
নিজেদের তৃতীয় ম্যাচে আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল; ওই ম্যাচ জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে দলটি।
এ বছরের জুলাইয়ে শুরু হওয়া অলিম্পিকের ফুটবল ইভেন্টে স্বাগতিক জাপানসহ মোট ১৬টি দেশ অংশ নেবে। যেখানে লাতিন অঞ্চল থেকে সুযোগ পাবে দুটি দল। এরই মধ্যে আর্জেন্টিনা প্রবেশ করায় দ্বিতীয় টিকিটের জন্য লড়বে ব্রাজিল ছাড়াও উরুগুয়ে এবং কলম্বিয়া।