কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবি, ৫ জনের মৃত্যু

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ২জন।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি শহরের কাপ্তাই লেকে বেড়াতে আসেন চট্টগ্রামের বন্দর টিলা থেকে একদল পর্যটক বেড়াতে এসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর।

নিহতরা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টস’র কর্মী বলে জানা গেছে। তবে তাদের নাম-ঠিকানা শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে সুভলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী বোটটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধারে গেলে তাদের মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

আপনি আরও পড়তে পারেন